হঠাৎই, সবকিছু কেমন স্তব্ধ হয়ে গেল। কয়েক গুচ্ছ sq/ft এ আটকে গেল জীবন। গা ঘেষে আড্ডা, তুমুল ঝগড়ায় হাফ ছেড়ে বাঁচার সুখ থেকে সহসাই, বঞ্চিত মানুষ।অপরকে আলিঙ্গনে, যে মানুষ গুলোর অসুখ সেরে যেত, মানুষের সুখ দেখলে, যাদের দিন ভাল যেত, তাদেরই আজ মুখোশে ঢাকা মুখ। নিরাপদ দূরত্বে দাড়িয়ে আছে একা। অজানা আতঙ্কে দৃষ্টিতে, ভীষণ অবিশ্বাস। কিন্ত, এভাবে তো জীবন থেমে যেতে পারে না।
পারে না হেরে যেতে। তাই, এই বদ্ধ পরিসরেই, কজন বন্ধুর আন্তরিক ভাবনায় জন্ম নিল banijyo.com. আমরা যদি, এই আকালেও স্বপ্ন দেখি, কার তাতে কি।সুতরাং, অনিশ্চয়তার আবহেই, বিগত কাজের অভিজ্ঞতার শক্ত ভীতের ওপর দীড়িয়ে,ধীরে অথচ দৃঢ় পদক্ষেপে পথ চলা শুরু।সমাজের বিভিন্ন ধারায়, বহতা পাথরকুচির তত্ততালাশে, হাতে-হাত রেখে, প্রকৃত মানুষের মত বেঁচে থাকার জন্য বাণিজ্য ।
অন্ধকার যতই গভীর হোক, জীবনের জয়গানে,নাছোড়বান্দা, অদম্য তাগিদের নাম banijyo.in